অথাৎ আমি ফাইল Delete করলে তা Recycle Bin এ যাবে ৷ এ ক্ষেত্রে ফাইল Delete করলে তা Recycle Bin এ যায় না ৷ কিন্তু আমি চাই ফাইল Recycle Bin এ জমা হোক ৷
Share with your friends

প্রশ্নটি ঠিক বোঝা যাচ্ছে না। কারণ সাধারণ অবস্থায় হার্ডডিস্কের কোন ফাইল ডিলেট করলে তা সাধারণত রিসাইকেলবিনেই যায়। তবে  পেনড্রাইভের কোন ফাইল ডিলেট করলে তা সাধারণত পারমানেন্টলি ডিলেট হওয়ার জন্য ডায়লগবক্স দেখায়। 

অবশ্য যদি এরকম হয় আপনার বর্তমান সেটাপে অন্য কিছু গোলমাল দেখায়। তাহলে আপনি নতুন করে সেট আপ দিতে পারেন। 

Talk Doctor Online in Bissoy App