Call

ফ্রাই করতে গরুর ও খাসির মাংস কবুতরের ফ্রাই করতে পারেন। উপকরণ মুরগি আট টুকরা (একটি সোয়া কেজির মুরগি হলে ভালো।) মরিচগুঁড়া ১ চা-চামচ (ঝাল বুঝে কম বেশি)। সয়া সস ১ টেবিল-চামচ। চিনি আধা চা- চামচ। লবণ পরিমানমতো, তবে হাফ চা-চামচের কম। ময়দা পরিমাণমতো, মুরগি গড়িয়ে নেওয়ার জন্য। ডুবো করে ভাজার জন্য পরিমাণমতো তেল। পদ্ধতি মুরগি র টুকরাগুলো ইচ্ছামতো কেটে নিতে পারেন। ভালো করে পরিষ্কার করে নিতে ভুলবেন না। এবার একটা বাটিতে মুরগি র টুকরাগুলোর সঙ্গে মরিচগুঁড়া, সয়া সস, লবণ ও চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। আধা ঘণ্টা রাখুন। চাইলে নরমাল ফ্রিজের চেম্বারেও রেখে দিতে পারেন। এবার শুকনা ময়দায় গড়িয়ে তেলে ভাজুন। তবে ভাজার আগে ময়দায় গড়িয়ে ফ্রিজে মিনিট দশেক রেখে তারপর ভাজলে তেল কালো হবে না বা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ভাজার সময় আগুনের আঁচ মাধ্যম থাকবে, এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিন। যে কোন কিছু ভাজার সময় অতিরিক্ত সাবধানতা নিন, তেলের ছিটা যেন গায়ে না পড়ে সে দিকে লক্ষ রাখুন। প্রয়োজনে উল্টাতে দুটো খুন্তি বা বড় চামচ ব্যবহার করুন। আগুন কম থাকলে আস্তে আস্তে করে মাংসের ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। তবে চুলার ধার ছেড়ে যাবেন না। মুরগি র উপরের অংশ কেমন রাখবেন সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ