নেপালে অন এরাইভাল ভিসা, কিন্তু যেহেতু ভারতের ভেতর দিয়ে যেতে হবে তাই ট্রানসিট ভিসা নিতে হবে ভারতের। আর ভারতের ট্রানসিট ভিসার জন্য নেপালের ভিসা থাকা লাগবে, তাই বাইরোডে গেলে নেপাল এমব্যাসি থেকে ভিসা নিতে হবে, ভিসা ফি ফ্রি নেপালের প্রথম বার। ভারতিয় ট্রান্সিট ভিসার জন্য টিকেট, ব্যান্ক সলভেন্সি বা ১৫০ ডলার এনডোর্স, নেপালে থাকার ঠিকানা , বাংলাদেশের পরিচয় পত্র, ঠিকানা ভ্যারিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের কপি ও মেইন কপি, এবং আরো কি কি জেনো লাগে। ট্রানসিট ভিসা পাবেন ১৫ দিনের জন্য, নেপালি ভিসা পাবেন ৩০ দিনের জন্য। ভারতের শিলিগুরি থেকে পানির টাংকি বাসে ২০ রুপি, ইমিগ্রেশনের কাজ শেষ করে কাকরভিটা থেকেই পোখারা যাবার বাস পাবেন ভাড়া নিবে ১২০০-১৪০০ নেপালি রুপি, সময় নেবে ১২-১৪ ঘন্টা। পোখারার লেক সাইডে হোটেল পেয়ে যাবেন ৪০০-১৫০০ রুপিতে মধ্যম মানের হোটেল। চাইলে দামি হোটেল ও পাবেন। পোখারা তে সাইট সিয়িং এর জন্য রিজার্ভ কার বা টাক্সি নিতে পারেন সাড়া দিনের জন্য। ভাড়া নিবে গাড়ি ভেদে তিন থেকে চার হাজার পাঁচশত টাকার মধ্যে। সব স্পট ঘুরাবে। সরংকোটে সূযদয় দেখা থেকে ভ্রমনের শুরু, ডেভিস ফলস, গোখড়া মিউসিয়াম, আন্তজাতিক মিউসিয়াম, হোয়াইট রিভার, ভেত কেব, ফেওয়া লেক, বেতনাস লেক ইত্যাদী। চাইলে প্যাড়াগ্লাইডিং, আল্ট্রা লাইট ফ্লাইট, রাফটিং, ট্রাকিং করতে পারেন। চলে আসতে পারেন রাজধানী কাঠমান্ডু শহরে, ভাড়া নিবে ৪৫০-৭০০ রুপি, বাই বাস। থাকার জন্য ভাল হল থামেল এরিয়া, হোটেল ভাড়া নিবে ৫০০-২০০০ রুপি। শপিং করতে পারেন এখানে, ভালো ভালো অনেক মল আছে কাঠমান্ডুতে। দেখতে পারেন দরবার স্কোয়ার, নাগারকোট, সয়ম্ভু, বাঘ বাজার ইত্যাদি। কাঠমান্ডু বাস স্ট্যান্ড থেকে কাকড়ভিটা আসার বাস পাবেন, ভাড়া নিবে নন এসি ১১০০-১৩০০, এসি ১৭০০-১৯০০ রুপি, সময় নিবে ১২ ঘন্টা। সেম ওয়েতে ভারতে প্রবেশ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ