শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি কি জানেন আপনার কম্পিউটার ওপেন করার পর থেকে আপনি কয় বার ক্লিক করেছেন? কয় বার বামে গিয়েছেন কয় বার ডানে কয় বার উপরে এবং কয় বার নিচে। হে হে আমি জানি আপনি বলতে পারবেন না, শুধু আপনি কেন, আমার মনে হয় কেউই ঠিক মত বলতে পারবেন না। কারন এই হিসেবের কোন দরকার হয় না। তবে হয়ত কোন কারনে কখনো দরকার হতে পারে। তখন কি করবেন? তাই তো তৈরী করা হয়েছে Desktop Counters নামের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে আপনি দেখতে পারবেন আপমি কয় বার ক্লিক করেছেন, রাইট ক্লিক কয়বার লেফট ক্লিক কয় বার করেছেন। তার সাথে দেখতে পারবেন কাজের সময়। তবে সফটওয়্যারটি ব্যাবহার করতে হলে আপনার কম্পিউটারে .net framework থাকতে হবে। এটি ফ্রী তে ডাউনলোড করবেন নিছের লিংক থেকে। http://www.freelabs.info/Download/DesktopCountersSetup.msi

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ