Sanjoyrand1

Call

চলুন দেখে নিই কীভাবে রুট ছাড়াই স্ক্রিনশট নিতে পারবেন জিঞ্জারব্রেড ডিভাইসে।

unnamed

স্ক্রিনশট নেয়ার জন্য যা যা প্রয়োজনঃ

  • অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড বা তার উপরের কোনো সংস্করণ।
  • কিছু ফাইল ডাউনলোড করতে হবে, তাই ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে।
  • এবং একটি কম্পিউটার।

যেভাবে স্ক্রিনশট নিবেন

  • প্রথমেই গুগল প্লে থেকে *Screenshot and Draw* অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন।
  • এখন আপনার মোবাইলে USB Debugging অপশনটি অন করুন এবং কম্পিউটারে কানেক্ট করুন।
  • তারপর আপনার কম্পিউটারে এই ফাইলটি Download করুনঃ (উইন্ডোজের জন্য) https://www.box.com/s/7915d40b859addf3011c
  • এখন zip ফাইলটি Extract করুন, এবং run.bat ফাইলটি চালু করুন।
  • run.bat ফাইলটি ওপেন করলে এরকম একটি Window আসবে এবং এটি চালু করার আগে মোবাইলটি কম্পিউটারে কানেক্ট করে নিবেন।

screenshotbat

  • যদি Service Started Successfully দেখায় তাহলে এখন ফোনটি পিসি থেকে খুলে ফেলুন।
  • এখন Screenshot and Draw অ্যাপটি আপনার মোবাইল এ চালু করুন।

unnamed (1)

এখন Activate বাটনে চাপ দিন এবং Screenshot নেওয়া শুরু করুন!

এই পদ্ধতিতে রুট ছাড়াও জিঞ্জারব্রেড বা তার পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণের ডিভাইসগুলোতে স্ক্রিনশট নেয়া সম্ভব। তবে আইসক্রিম স্যান্ডউইচ বা জেলি বিন ডিভাইসে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই স্ক্রিনশট নেয়ার পদ্ধতি রয়েছে বলে ওগুলোর ব্যবহারকারীদের হয়তো এই অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথম  উওর  থেকে আমার উওর বেশ সোজা.আপনি শুধু https://play.google.com/store/apps/details?id=com.icecoldapps.screenshotultimate&hl=en এই আ্যপটি ডাউনলোড করে নিন.

নাম Screenshout ultimate

এছারা back button+home button দিয়ে দেখতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভলিউম ডাওন বাটন+ হোম বাটন একসাথে প্রেস করলেই হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ