শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যখন কোন নারী পুর্নযৌবনা হয়ে যায় তখন সাধারনত তার স্তন্যের আকার আর বড় হয়না। তবে বিভিধ কারনে এটা সাময়িক পরিবর্তন হতে পারে। যেমন: যদি শরীরের ওজন বাড়ে, সন্তান-সম্ভবা হয় কিংবা সন্তানকে দুধ পান করান। এমনকি কিছু কিছু জন্ম নিয়ন্ত্রন বড়ি সাময়িক ভাবে স্তন্যের আকার বড় করতে পারে। ব্যয়াম এর মাধ্যমে স্তন্যে টান টান ভাব এবং লিপ্ট আপ (খাড়া করা) আনা যায়। তবে এটি সহজ কাজ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ