শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রায় ১০% যোগাযোগ মৌখিক - অর্থাৎ ৯০% ভাব আদান প্রদান হয় অঙ্গভঙ্গি এবং আচার আচরনের মাধ্যমে। এমনকি কথা বলা শুরুর আগেই আপনি সহজেই একজন মানুষের সম্পর্কে ধারনা নিতে পারেন। "শব্দ" জরুরী, কিন্তু আপনি হয়তো লক্ষ্য করবেন অঙ্গভঙ্গি এবং আচার ব্যবহার তথা শিষ্টাচার অনেক সময় শব্দের চেয়েও জোরালো ভুমিকা রাখে। কোন ছেলে আপনার প্রতি দুর্বলতা থাকলে কি করে তা বুঝবেনঃ সে আপনার সাথে ঠাট্টা-তামাশা করবে। সে আপনার পানে অনেক বেশি মাত্রায় হাসবে। সে আপনাকে জ্বালাতন অথবা আপনার সাথে মজা কিংবা কৌতুক করবে। সে আপনার জন্য ফুল পাঠাবে। কথা বলার সময় সে যদি আপনার কথার অনুকরন করে অথবা আপনি যা করতে পছন্দ করেন তা করা শুরু করে তাহলে এটি খুবই পজেটিভ একটি বিষয় "সে আপনাকে পছন্দ করছে"। সে আপনার প্রতি অনেক সৌজন্যমুলক আচরন করবে। সে আপনার জন্য একটি বিশেষ "ডাক নাম" ভেবে রাখবে। সে আপনাকে সাহায্য করায় অতিমাত্রায় উৎসাহী হবে অথবা আপনার প্রতি আনুকুল্য দেখাবে (যেমন আপনাকে বাড়ীতে পৌছেঁ দেয়া, অথবা কোন শাররীক শ্রমের কাজ করে দেয়া) সে এমন সব কার্যক্রমের কথা উল্ল্যেখ করবে যেটাতে আপনার আগ্রহ আছে - তাহলে সে আপনার সাথে ওই কাজে অংশগ্রহন করতে পারবে (যেমন কোন অনুষ্ঠানে বা কোন বিশেষ রেস্টুরেন্টে খাওয়া)। আপনার অনেক আগে বলা ছোট্ট কোন বিষয়ও সে মনে রাখবে এবং আপনার সাথে কথা বার্তায় সে বিষয়টি উল্ল্যেখ করবে - এটা জানানোর জন্য যে - সে বিষয়টি মনে রেখেছে। আপনার দিকে নজর দিলে তার চোখের তারা বড় হয়ে যাবে। কোন বস্তু বা ব্যক্তি যা আমরা পছন্দ করি তার দিকে তাকালে আমাদের চোখের তারা আপনা থেকেই বড় হয়ে যায়। সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তা মনে রাখার চেষ্টা করবে। তার গলার স্বর নরম হয়ে যাবে যখন আপনারা দুইজন কথা বলছেন। ছেলেটি যদি লাজুক হয় তাহলে সে হয়তো আপনার কোন বান্ধবীকে আপনার সর্ম্পকে জিজ্ঞেস করবে। অথবা আপনার কাছে সরাসরি কিছু জানতে চাইলেও বলবে "আমার এক বন্ধু জানতে চেয়েছিল ..." সে যদি লাজুক হয় তাহলে হয়তো আপনার সামনে পড়লে তার চেহারা লালচে হয়ে যাবে। সে আপনার মধ্যে সামান্য পরিবর্তন আসলেও ধরতে পারবে। সে আপনার সাথে দুপুরের কিংবা রাতের খাবার খেতে আগ্রহ প্রকাশ করবে। আপনার সামনে পড়লে সে অবচেতন মনে তার জামাকাপড় গোছগাছ করে নিবে অথবা বার বার তার চুলের ভাঁজ ঠিক করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ