Share with your friends
hmmiftah

Call

১।এই সফট টি ডাউনলোড করুন। http://www.mediafire.com/?vmtwwrtd3ql22d6

২। আপনার ল্যাপটপ দিয়ে ওয়াইফাই হট স্পট বানাতে চান, তবে, প্রথমেই আপনার ল্যাপটপ এ আপনার ওয়াইফাই এনাবল করে নিন ।

৩। এবার, Connectify সফটওয়্যার টি ইন্সটল করুন। install শেষে হয়ত computer restart চাইবে, তখন restart দিয়ে দিবেন।

৪। সফটওয়্যার টি open করুন। সেটিংস্‌ ট্যাব এ প্রথমেই আছে, Hotspot Name এবং Password।

আপনি  Hotspot Name এবং  Password দিন।

৫। Internet to Share, তার মানে, এখানে আপনি ঠিক যেই ইন্টারনেট কানেকশন টি শেয়ার করতে চাচ্ছেন, তা সিলেক্ট করে দিন। 

৬ । এবার সরাসরি Start Hotspot বাটন টিতে ক্লিক করে দিন।

ধন্যবাদ।

 

Talk Doctor Online in Bissoy App