শেয়ার করুন বন্ধুর সাথে

কম্পিউটার দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করাটাই সবচেয়ে ভালো। স্মার্টফোন দিয়েও প্রবেশ করা যায় তবে যেকোনো ব্রাউজার দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না। ডার্ক ওয়েবে এরজন্য একটি নির্ধারিত ব্রাউজার ও ভিপিএন আছে এই দু'টোর ব্যবহারে আপনি ডার্কওয়েবে প্রবেশ করতে পারবেন। আমারা নিয়মিত যে ওয়েবসাইটে ব্রাইজার দিয়ে প্রবেশ করে থাকি ডার্কওয়েবে তেমন না সম্পূর্ণ ভিন্ন। আপনি এই নিয়ে যদি অনলাইনে ঘাটাঘাটি করেন তবে বুজতে পারবেন।


আপনাকে একটি ভিডিও এর লিংক দিয়ে দিলাম ইউটিউবের। ভিডিওটা দেখে বুজতে পারবেন কিভাবে স্মার্টফোন দিয়ে ডার্কওয়েবে প্রবেশ করতে পারবেন।                  


https://youtu.be/Dp7Dzi2klKc


এপ দুটির লিংক


Tor Browser: https://play.google.com/store/apps/details?id=org.torproject.torbrowser 


Orbot (vpn আরকি)

https://play.google.com/store/apps/details?id=org.torproject.android  


বিঃদ্রঃ ভিডিওটা দেখে তারপর এপ ইনস্টল করবেন, কিভাবে এপ দুটি ভালোমতো ব্যবহার করতে হয় তা জেনে নিবেন।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ