আমি কবিতা লিখতে চাই অনেক। কোন উপায় অবলম্বন করলে ভালো কবিতা লিখতে পারবো? কারো কাছ থেকে সদুত্তর প্রত্যাশা করি।।    
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনাকে কবিতা লিখতে হলে নিম্নের করণীয় দরকার তা হলো: বেশী বেশী করে অন্যান্য কবি সাহিত্যিকদের কবিতা ও বই পড়ুন । নিজেকে কবিতার মাঝে বাস্তবে, কল্পনায় ও ভাবনায় রাখুন । মস্তিষ্কের ভেতর সবসময় কবিত্ব ও কবিতাকে ধারণ করুন । নিজের ইচ্ছাশক্তি ও ধ্যান ধারণাকে নিজের বশে অথ্যাৎ নিজের মধ্যেই সংগৃহিত করুন । নিজের দৃষ্টি ভাব ভাবনার এপর রাখুন এবং এগুলো সকল বন্টন করে নিজে নিজে প্রতিফলিত ও চর্চা করুন দেখবেন আপনি একজন প্রকৃত কবি হয়ে যাবেন এবং কবিতা লিখতে পারবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ