এই প্রশ্ন টি দেখুন ঐভাবে কেমনে লেখে?
শেয়ার করুন বন্ধুর সাথে

বৃত্তের ভেতরে ইংরেজি অক্ষর লিখতে আপনাকে একটি কিবোর্ড এপস  ইনস্টল করতে হবে  এপসটির নাম হলো Go Keyboard  ইন্টারনেট ব্যালেন্স না থাকার কারনে ডাউনলোড লিংক দিতে পারছিনা (দুঃখিত)। আপনি প্লে স্টোরে গিয়ে Go Keyboard লিখে সার্চ দিলেই এপসটি পেয়ে যাবেন । এই এপসটি ইনস্টল করে সেটিং করার পর আপনি বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবেন । এই এপসের কিবোর্ডে আপনি  বৃত্তের ভেতর ইংরেজি লেখা পাবেন এবং যেকোনো যায়গায় লিখতে পারবেন । (এই এপসটি বহু আগে আমি ব্যবহার করেছি এবং বৃত্তের ভেতর ইংরেজি লিখেছি) ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ