Call

খুব সহজেই আপনি কাজটি করতে পারবেন। অর্থাৎ ফেসবুকের প্রাইভেসিতে এমন একটা অপশন আছে যে আপনার Profile টা সার্চ ইঞ্জিনের সাথে Link থাকবে।


আপনি ফেসবুকে গিয়ে Settings > Privacy > How people can find and contact you অপশনে যাবেন। এরপর সবার নিচের অপশনটা দেখুন - Do you want search engines outside of Facebook to link to your Profile?

এখানে যদি No থাকে তাহলে আপনি Yes দিয়ে দিবেন। আর যদি Yes দেয়া থাকে তাহলে আর কিছু করা লাগবে না।


image


এখন কথা হল এর মাধ্যমে আপনার Profile টি সার্চ ইঞ্জিনে লিংক হয়ে যাবে। কিন্তু সার্চ করলেই সবাই আপনার প্রোফাইল পাবেই ব্যাপারটা এমন না। কারণ একই নামে বহু লোক থাকতে পারে। আবার ঐ নামে কোন বিখ্যাত লোক থাকলে সার্চ ইঞ্জিন তার প্রোফাইলটিই প্রথমে দেখাবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ