Share with your friends
Sakib Ahmed

Call

ফেসবুক ফ্যান পেজ বন্ধ করা: ১। প্রথমে আপনার পেজে গিয়ে Edit page > Admin Roles এ ক্লিক করুন। ২। তারপর যে পেজ খুলবে সেখান থেকে manage permissions এ ক্লিক করুন। (সমস্যা হলে ৩নং এর ছবিটা দেখুন।) ৩। এখন ওপেন হওয়া পেজের একদম নিচে Permanently delete ....... লেখা আছে। সেখানে ক্লিক করুন। ৪। Delete লেখা আসবে। এবার Delete লেখাটি ক্লিক করুন। ব্যাস আপনার পেজটি চিরতরে মুছে যাবে।

Talk Doctor Online in Bissoy App

(ফেসবুক লাইট দিয়ে)


প্রথমে যে পেইজটি মুছতে চান সেই পেইজে যান। তারপর উপরের ডানদিকে থাকা  তিনটি ডট (:) এ ক্লিক করুন। তারপর Edit Settings এ ক্লিক করুন। তারপর General Settings এ ক্লিক করুন। তারপর তিন নাম্বার Remove page অপশনের নিচে Delete (আপনার পেইজের নাম) থাকবে সেখানে ক্লিক করুন। তারপর আবার Delete Page এ ক্লিক করুন। 

ব্যাস আপনার কাজ শেষ, এর 15 দিন পর আপনার পেইজটি ডিলেট হয়ে যাবে।

আপনি চাইলে এই 15 দিনের মধ্যে আপনার পেইজ ডিলেট করা Cencel করতে পারবেন।


পেইজ ডিলেট হতে 15 দিন সময় লাগবে।

Talk Doctor Online in Bissoy App