এমন সমস্যা কম-বেশি সবারই হয়, তবে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। মনে করেন আপনি জুতা কিনতে একটি দোকানে গেলেন।  আপনি প্রোডাক্ট দেখে পছন্দ হবার পর বিক্রেতাকে বলতে পারেন, প্রোডাক্ট টি আপনার পছন্দ হয়েছে, তাকে রিকুয়েষ্ট করবেন এমন একটি দাম বলার জন্য যেই দামের কমে অন্য কোন বিক্রেতা প্রোডাক্ট টি দিতে পারবেন না। এবং একইসাথে এটাও বলেবেন আমি আরো দু-একটা দোকান যাচাই করব যদি আপনার মূল্যের কমে কেউ দেয় তবে আমি তাদের থেকে নিব।  এমনভাবে বললে দোকানদার একটু যাচাই করে সর্বোত্তম দামটিই বলবে আশা করি, যেহেতু আপনি অন্য দোকান যাচাইয়ের কথা বলছেন! ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি কোনোকিছু কিনতে গেলে দোকানদার যে দামটি আপনাকে বলবে আপনি তার অর্ধেক দাম বলবেন আর বলবেন যে আমি সবসমই কিনি আমার দাম জানা আছে। তারপরেও না দিলে বলবেন আচ্ছা ভাই তাহলে অবশ্যই অন্য দোকান থেকে কিনবো আমার দাম জানা আছে তাহলে দোকানদার আপনাকে জিনিসটা দিবে তবে একটু বাড়িয়ে বলতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Ashif

Call

প্রথম প্রথম সবারই এমন হয়, আপনি যে পন্যটি কিনতে যাবেন অনলাইনে সার্চ করে যাবেন, তাহলে আসল মূল্য দেখতে পারবেন, দামাদামির সময় ঐ মূল্যের আশেপাশে দরদাম করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ