Call

আপনি কাঁচা হলুদ ও নিম পাতা পাটা-পুঁতায় বেটে নিন । তারপর মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ।

Talk Doctor Online in Bissoy App
Call

ত্বকের জন্য নিম পাতা এবং হলুদ খুবই কার্যকরী দুইটি উপাদান।

আপনি নিমপাতা ও হলুদ  একত্রে নিম্নোক্ত উপায়ে মুখে ব্যবহার করুন:

কাঁচা হলুদ রস করে নিন।এই হলুদের রসের সঙ্গে মুলতানি মাটি ও নিমপাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতো মুখে লাগান।রাতে ঘুমানোর আগে এটি করা যেতে পারে।অতঃপর,সকালে ঘুম থেকে উঠে গোলাপজল দিয়ে আলতো হাতে ম্যাসাজ করে নিন এবং পানির সাহায্যে ধুয়ে ফেলুন।


উল্লেখ্য,ত্বক সেন্সিটিভ/অ্যালার্জীর থাকলে প্রাকৃতিক উপাদান ত্বকে অ্যাপ্লাই করলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।তাই আগে যাচাই করে দেখবেন,উপাদানগুলো ব্যবহারে কোন সমস্যা দেখা দিচ্ছে কিনা!!

Talk Doctor Online in Bissoy App