আমরা জানি, পুং গ্যামেটোফাইট ও স্ত্রী গ্যামেটোফাইট একত্রিত হয়ে জাইগোট গঠন করে। এ জাইগোট কোষ বিভাজিত হয়ে ভিত্তি কোষ(basal cell) ও এপিক্যাল কোষ(Apical cell) উৎপন্ন করে। এখান থেকে ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে ট্রিপ্লয়েড সস্যকোষ উৎপন্ন করে যা শেষ পর্যন্ত বীজে পরিণত হয়।  এ বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করে। এ স্পোরোফাইট আবার পরবর্তী বিভাজনের জন্য গ্যামেটোফাইট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  এভাবে সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে স্পোরোফাইট ও গ্যামেটোফাইট চক্রাকারে চলতে থাকে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ