পূরাতন NID, Smart NID করার পরে আপনার পুরাতন NID প্রয়োজন সাধারনত পড়বে না, কিছু কিছু ক্ষেত্রে যেমন bKash এর তথ্য নতুন NID অনুযায়ি আপডেট হালনাগাদ করতে পূরাতনের নম্বরটি লাগে । তাই পূরোনো NID এর কপি রাখাটা জরুরি ছিলো যাহোক যেহেতু কোন কপিই নাই সেহেতু পরাতন NID এর তথ্য পেতে আপনার জন্মসনদ অথবা নতুন আইডি কার্ড নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় যোগাযোগ করুন ।

Talk Doctor Online in Bissoy App
Shisir

Call

আপনি আপনার স্মার্টকার্ডে দেখেন NID নাম্বার বলে একটা লেখা আছে । ওই এনআইডি নাম্বার টাই আপনার এনআইডি নাম্বার । আর এনআইডি নাম্বার পুরাতন ও নতুন উভয়ে একই থাকে ।

Talk Doctor Online in Bissoy App

আপনার যদি বাংলালিংক সিম থাকে তাহলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID লিখে তারপর সেন্ড করুন 1600 নাম্বারে অথবা ডায়াল করুন *1600#

Talk Doctor Online in Bissoy App