শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এই ধরনের ঔষধ দির্ঘদিন সেবনের ফলে লিভার, কিডনি, হার্ড, স্কিন ক্যান্সার, শরীলে, লিভারে পনি জমা সহ বিভিন্ন ধরনের বড় বড় রোগ হতে পারে তাই অনতিবিলম্ব এই ধরনের ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন। আপাতত ঔষধ সেবন করা বন্ধ করে দিলেই আপনার খাবার রুচি আস্তে আস্তে কমে যাবে যার ফলে এমনেতেই আপনার শরীলে ওজন কমতে থাকবে। আপনি প্রতিদিন ব্যায়াম করুন, সকালে লেবুর শরবত খেতে পারেন, বেশি করে শষা খান, আগের তুলনায় ভাত কম খান। কিছুদিন স্বাভাবিকভাবে চলাফিরা করার পরেও যদি স্বাস্থ্য না কমে বা শরীলে পানি জমে বা শরীলে কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ