Share with your friends
Call
রুট করাপ পর আপনি নিচের পদ্ধতি অবলম্বন করলে ফোনে OTG সাপোর্ট করাতে পারবেন।

  • এই অ্যাপ  ইনস্টল করে ওপেন করুন। রুট পারমিশন চাইবে গ্র্যান্ট করে দিন। 
  • এরপর  দেখুন আপনার ফোনের কিছু বর্ণনা দেওয়া আছে । একদম নিচে দেখুন Mount এবং Unmount নামে দুটি বাটন আছে।
  •  এবার OTG Cable টি লাগিয়ে Mount এ ক্লিক করুন। প্রোসেসিং হতে কিছু সময় নিবে। এবার যদি উপরে লেখা আসে OTG Found তাহলে আপনার কপাল ভাল।

 যদি লেখা আসে No Device Found এক্ষেত্রে আমি সত্যিই খুব দুঃখিত এটা আসলে আপনার ফোনে কাজ হবেনা। ডাউনলোড করে দেখেই নিন আপনার টাতে কাজ করে কিনা।
Talk Doctor Online in Bissoy App