এ মোবাইলে বাংলা লিখলে ####### এই ধরনের চিহ্ন আসে। পড়তে পারিনা। আবার কেউ বাংলা sms পাঠালে সেইটা পড়তে পারিনা। দয়া করে এ সমস্যার একটা সমাধান দিন।
Share with your friends

সেটেই যদি বাংলা ডিপল্ট করা না থাকে তাহলে কিছু করার নেই। তবে আপনি চাইলে অপেরা মিনি ব্রাউজারে বাংলা আনতে পারেন। এর জন্য আপনাকে অপেরার এড্রেস বারে Opera:config লিখে Go দিন। তারপর অনেকগুলো Yes/No অপশান আসবে। আপনি সবগুলোতে Yes দিয়ে Save করে দিন। তারপর দেখবেন আপনার অপেরাতে বাংলা সার্পোট করতেছে ।

Talk Doctor Online in Bissoy App
এসব সেটে বাংলা ডিফলট না থাকলেও বাংলা লিখা ও বাংলা এস.এম.এস দেখা বা পড়া যায়। এজন্য আপনি এখানে গিয়ে সফটওয়ারটি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করুন এবং সফটওয়ারটি ওপেন করে বাংলা ভাষা সিলেক্ট করুন. . ব্যস কাজ শেষ। বাংলা লিখতে সফটওয়ারটি ওপেন করে লিখুন আর বাংলা এস.এম.এস আসলে সরাসরি পড়তে পারবেন ।
Talk Doctor Online in Bissoy App