শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

ব্যাংকে টাকা জমা করার পূর্বেই আপনার টাকার কনফিগারেশন অনুযায়ী এবং ওই ব্যাংকের নির্ধারিত জমা রশিদ ফরম পূরণ করে অতঃপর টাকা জমা করতে হয়। সঠিকভাবে ফরম পূরণ করার পর টাকা এবং এই ফরমটি ব্যাংকের ব্রাঞ্চ এ দিতে হয়। ব্রাঞ্চের লোকটি আপনার থেকে টাকা জমার রশিদ এবং রশিদ অনুযায়ী টাকা বুঝে নিয়ে সেই রশিদ এর প্রমাণ স্বরূপ অফিসের সীল ও তিনি স্বাক্ষর করবেন এবং ওই রশিদ এর দুটি ভাগ থাকে একটি কাস্টমার কপি এবং একটি ব্রাঞ্চ কপি, ব্রাঞ্চ কপি রেখে প্রমাণস্বরূপ আপনাকে কাস্টমার কপি দিয়ে দিবে তখনই। আপনি যখন টাকা জমা করবেন, জমা করার পর সেখানে দাঁড়িয়ে থেকেই তার টাকা গোনা শেষ হওয়ার পর তৎক্ষণাৎ আপনাকে স্বাক্ষর করে কাস্টমার কপি দিয়ে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ