রাগি লোকদের মন জয় করার উপায় কি? 
শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

রাগি লোকদের শান্ত/মন জয় করার সবচয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো!সে রাগ করলেও হাসিমুখে থাকা!আর বিতর্কিত কথার উত্তর  না দেওয়া৷ ★এছাড়াও- তার চুখে চুখ রেখে কথা বলা!★সে রাগ করলে বা রাগ দেখালে কিছু সময় দূরে থাকার পর,সর্বপ্রথম আপনিই তার কাছে যান।এবং পূর্বের কথা উল্লেখ না করে কথা বলেন৷ ★আর তার অনুপস্থিতিতেও তার প্রতি সম্মান দেখানো৷ এসব বিষয় খেয়াল রাখলে আশা করে কেউ আপনার উপর বেশিক্ষণ রাগ দেখাতে পারবে না!আর মনে মনে ভালোও বাসবে।           

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ