দলিল উঠাতে কিংবা দাগ নম্বর জানতে যদি জমির পরচা থাকে তাহলে সাথে তা নিয়ে আপনার দাদির NID কার্ড নিয়ে ঢাকার নিকটবর্তি ভূমি অফিসে যোগাযোগ করুন । চিন্তা করবেন না সেখানেই জমাজমা সম্পর্কিত সকল তথ্য পাবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যেহেতু আপনার দলিল হারিয়ে গেছে এবং দাগ নম্বরও জানেন না,  সেহেতু প্রথমত একজন অভিজ্ঞ সার্ভেয়ার/আমিনকে সরেজমিনে এনে জমিটি দেখিয়ে নকশা উত্তোলন করে দাগ সনাক্ত করে দিতে বলুন। তারপর সেই দাগ নিয়ে স্থানীয় ভূমি অফিসে তসিলদারের সাথে যোগাযোগ করুন।   অথবা রেজিস্ট্রি অফিসে আপনার দাদির নামের উপর আনুমানিক সময় ধরে তল্লাশি করে দেখতে পারেন।    অথবা একজন অভিজ্ঞ দলিল লেখকের সাথে যোগাযোগ করতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ