আমার একটা ই-মেইলের পাসওয়ার্ড ভুলে গেছি। তবে, এটির যে আগের পাসওয়ার্ড দেয়া ছিলো সেটা দিয়ে রিকোভারী করার চেষ্টা করেছিলাম। তােপর, আসল কবে একাউন্টটি খোলা হয়েছে,  সেটি চাওয়া হয়েছে। সেটিও ঠিক মতো দিয়েছি। তারপর বলে একটা ই-মেইল দিতে সেখানে একটি কোড যাবে। আমি সেটিও ঠিক মতো দিয়েছি, কোড আসার পর ঠিক মতো দিয়েছি। কিন্তু, শেষে আসল,  গুগল এটি যে আমার তা ভেরীফাই করতে পারছে না। এখন কি করব????উ 
শেয়ার করুন বন্ধুর সাথে
MdRaisul

Call

জনাব, আপনি আপনার সমস্যার কিছু screenshot নিন সেগুলো নিয়ে Google এর বরাবর একটা মেইল করেন তারা হয়তো আপনাকে সাহায্য করতে পারবে. 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইন্টারনেটে প্রতিদিন নানা দরকারে ইলেকট্রনিক বার্তা সেবা (ই-মেইল) ঘন ঘন ব্যবহার করা হয়। অনেক সময় ই-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে বেশ বিপাকে পড়তে হয়। অনেকেই জানে না, ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে ফিরে পাওয়া যায়। জনপ্রিয় সব ই-মেইল সেবার ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরে আনার ব্যবস্থা আছে। ইয়াহু মেইলের জন্য: জনপ্রিয় মেইল সেবা ইয়াহুর ভুলে যাওয়া পাসওয়ার্ড সহজেই ফিরে আনা যায় কিছু নিয়ম মেনে। https://edit.yahoo.com/forgotroot ঠিকানায় গিয়ে I have a problem with my password নির্বাচন করে Next চাপতে হবে। My Yahoo! ID is: এর ঘরে আপনার ই-মেইল পরিচিতি (আইডি) লিখে Type the code shown ঘরে সংকেতটি লিখে Next বোতাম চাপুন। সংকেত না মিললে পরের ঘরে যাবে না, তাই সঠিক সংকেত লিখে দিন। Send a message to my alternate email address ঘরে বিকল্প ই-মেইল ঠিকানা লিখে দিন। অথবা Use my secret questions নির্বাচন করে নিরাপত্তা প্রশ্নের উত্তর দিয়ে Next চাপুন। খেয়াল করুন ই-মেইল ঠিকানা খোলার সময় যে বিকল্প (অলটারনেটিভ) ই-মেইল এবং নিরাপত্তা প্রশ্ন উল্লেখ করছেন, সেটি এখানে লিখে দিতে হবে। বিকল্প ই-মেইল ঠিকানা লিখলে ওই ঠিকানায় পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য একটি সংযোগ (লিঙ্ক) চলে যাবে। এবার উল্লিখিত মেইলে গিয়ে সেই সংযোগে ক্লিক করে নতুন পাসওয়ার্ড লিখে দিলে সেই পাসওয়ার্ড পরবর্তী লগইনের জন্য কাজ করবে। জিমেইলের জন্য: www.google.com/ accounts/recovery ঠিকানায় গিয়ে I don¤t know my password নির্বাচন করে ই-মেইল ঘরে ই-মেইল ঠিকানা লিখে দিয়ে Continue বোতাম চাপুন। Confirm access to my recovery email ঘরে বিকল্প ই-মেইল লিখে দিয়ে আবার Continue চাপুন। উল্লিখিত বিকল্প মেইল ঠিকানায় পাসওয়ার্ড পুনরুদ্ধারের মেইল চলে যাবে। এখন সেই মেইলে পাওয়া সংযোগে (লিঙ্ক) ক্লিক করে নতুন পাসওয়ার্ড পরপর দুই ঘরে লিখে Reset Password চাপলে কাজটি সম্পন্ন হবে এবং পরবর্তী সময়ে লগইনের জন্য সেই পাসওয়ার্ড কাজ করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ