বাসায় ইলেক্ট্রনিক ফ্যান এবং Capacitor নিজে লাগাতে শিখতে চাচ্ছি,

এসব কাজের জন্য ইলেকট্রিশিয়ান কে ডাকলেও তেৃন আসতে চায় না।


যদি কারো কাছে কোন ভিডিও বা চিত্র থাকে একটু বর্ণনা সহ খুব উপকৃত হব।


মুল বিষয় হলো পাকার তার দুটো (+) (-)কোনটা Holder এর কোন পোর্টে কোনটা হবে সেটা বোঝা যাচ্ছে না সেখানে (+) (-) দেওয়া না থাকায়।


আর পাকা লাগানো বা পাকার ক্যাপাসিটর লাগানোর সময় বাসার ইলেকট্রিক লাইন বন্ধ করতে হবে কিনা, কোথাও কোনো ইলেকট্রিক শক করে কিনা একটু জানতে চাই।


অগ্রিম ধন্যবাদ।image


শেয়ার করুন বন্ধুর সাথে