আমার Computer Dell core-i-3, OS win-10 64 bit.Office-2016, 1TB HDD 4GB RAM computer-এর others configuration ও hardware & software যথেষ্ট  সামঁজস্যপূর্ণ anit-virus install আছে, required apps update থাকে এবং নিয়মিত scan disk check disk disk cleanup disk fragment করা হয়,  recent temp %temp% prefetch file delete করা হয়, তারপরেও  আমার computer ready হতে ৫-৭ মিনিট সময় লাগে আর প্রচুর slow কাজ করে, My computer any file/folder MS office open ও  ready  হতে প্রচুর সময় লাগে। ডাটা ব্যাকআপ রেখে  নতুন করে উইন্ডোজ দিয়ে এবং ব্যাকআপ ডাটা ফিরায়ে দিই। ১০-১৫ পর একই অবস্থা হয়। configuration ঠিক রেখে কিভাবে এই সমস্যা দূর করা যাই?
Share with your friends
Waruf

Call

প্রথমত এন্টিভাইরাস আন ইন্সটল করে দিন। এটি উপকারের চেয়ে অপকারই বেশি করে। হয়ত আমার কথা মানবেন না। অসুবিধা নাই তবুও ডিলিট করে দিন, কারন উইনডোজ টেন এ বিল্ট ইন এন্টিভাইরাস আছে। বিশ্বাস না হলে ভাইরাস পেনড্রাইভ প্রবেশ করিয়ে চেক করতে পারেন। এরপর রান অপশনের যত ফাইল ডিলিট করেন যেমন টেম্প, রিসেন্ট, সিএইচকেডিএসকে, ট্রি ইত্যাদি। এসব করা থেকে বিরত থাকুন। এগুলো কম্পিউটারকে স্পিডির বদলে স্লো করে। কারন আপনি যখন কোন প্রোগ্রামে কাজ করেন তখন সেই কাজের জন্য প্রয়োজনীয় ফাংশন, ফাইল, ক্যাশ প্রভুতি তৈরি করা দরকার যা এই ফোল্ডার হিসাবে থাকে। আপনি ডিলিট করছেন মানে প্রোগ্রাম এক্সিকিউট করার পূর্ব উপাদান নষ্ট করছেন। পরে এক্সিকিউট করার সময় আবার নতুন করে তৈরি করার জন্য অনুসন্ধান করতে টাইম লেগে যায়। হয়ত আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু এসব বাস্তব হচ্ছে আমি ২০১৩ থেকে আজ পর্যন্ত কখনো ডিলিট করিনি, আমার পিসি স্লো হয়না। এর আগে করতাম আর নিত্য নতুন সমস্যা হত, মাসে একবার উইনডোজ দেয়া লাগত।  এরপর কিছু সেটিং মডিফাই করতে হবে যেমন অন-ড্রাইভ ডিলিট করুন অথবা উইনডোজ স্টার্ট হবার সাথে এটিও স্টার্ট অফ করে দিন সেটিং থেকে। এর উইনডোজ ফিচার থেকে ডিফল্ট এপস এ যেয়ে  কিছু ফালতু গেম আছে তা ডিলিট করুন, তবে তাসের গেম রাখতে পারেন। ওয়েদার এপস ডিলিট করুন। আপনি গেমপ্রিয় না হলে এক্স বক্স ডিলিট করুন। আর রাখতে চাইলে রাখুন তবে অধিকাংশ প্রোগ্রামের অপশন থেকে ব্যাকগ্রাউন্ড এপস বন্ধ করে দিন। এর পর স্টার্ট আপ এপস থেকে অপ্রয়োজনীয় এপস লোডিং বন্ধ করে দিন। ম্যাপ সার্চ বন্ধ রাখুন । আর একটি বিশেষ ব্যবস্থা নিন তা হচ্ছে যদি কর্টানা ব্যবহার না করেন তবে বন্ধ করে দিন। কারন আপনি কিছুতে ক্লিক করলে এটি আপনার সাহায্য করার জন্য আপনার অজান্তে ইন্টারনাল ভাবে লোকাল এবং নেটওয়ার্ক উভয় দিকে সার্চ করে ফলে কাজের গতি কমে যায়। এছাড়া মেসেজিং, পিওপল। ক্যাস, মোবাইল কানেক্ট, ডিফল্ট স্কাইপ, ডিফল্ট অফিস ডিলিট করে দিন।  তাহলে পিসি পূর্ন রুপে স্পিডি হবে।

Talk Doctor Online in Bissoy App