RushaIslam

Call

এসি থেকে ডিসি কারেন্ট পেতে চাইলে কম্যুটেটর  দিয়ে কারেন্টের সংযোগ বদলানোর কাজটা করা হয়,  ধরুন বাম তার দিয়ে কারেন্ট আসছে, তখন কম্যুটেটরের উপরে প্রান্ত জোড়া লাগে; ডান প্রান্ত দিয়ে আসলে নীচের প্রান্ত  জোড়া লাগে। মূল বিষয় হল, কারেন্ট যেদিক দিয়েই আসুক বালতি পরিবর্তনের মত কম্যুটেটর সংযোগ বদলিয়ে কারেন্টকে সব সময়ে যেকোন এক প্রান্ত দিয়ে প্রবেশ করায়। এভাবেই কম্যুটেটরের সাহায্যে এসি কারেন্ট থেকে একমুখী ডিসি কারেন্ট উৎপন্ন হয়।

Talk Doctor Online in Bissoy App