Call

"সুশিক্ষা হলেই চলবে না,সেই সুশিক্ষাকে যদি কাজে খাটানো না যায়,এই সুশিক্ষার কোনো দাম নেই।অনেক মানুষ আছে,যারা সুশিক্ষা গ্রহন করে,তারপরও দূর্নীতি করে।মূলকথা হলো,আপনি যতই সুশিক্ষা শিখেন,ঐ ভালো শিক্ষাটাকে নিজের জীবনে বাস্তবায়িত না করতে পারলে ঐ শিক্ষার কোনো মূল্য নেই।শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না,ঐ অর্জনকৃত শিক্ষা বাস্তবায়িত করার পরেই শিক্ষিত হওয়া যায়।শিক্ষা মানুষের মূল্যবান সম্পদ ,কিন্তু তার চেয়েও মূল্যবান হচ্ছে মানুষের চরিত্র।"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ