বিশেষ করে science এর বিষয় গুলো কিভাবে পড়লে ভাল ফলাফল করতে পারবো   ?
Share with your friends

আপনার science এর যে বিষয়ে বেশি দুর্বলতা সেই বিষয় গুলো পড়া শুরু করে দিন। অর্থাৎ আপনি এসএসসিতে science এর যে বিষয়টি কম বুঝতেন সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দিন, অনেক বেশি না কিন্তু, ঠিক ততটুকু গুরুত্ব দিন যাতে ওই বিষয়ে আর দুর্বলতা না থাকে। আর আপনার কত সময় ধরে পড়লে পড়া হয় সেটা আপনিই ভালো জানেন, এটা আসলে আমাদের বলে দেওয়া উচিত নয়। যতটুকু সময় নিয়ে পড়লে আপনার পড়া ভালোভাবে হয়, ততটুকু সময় নিন। একটা কথা মনে রাখবেন, hsc লেভেল এ science এর বিষয়গুলো কিন্তু খুব বুঝে পড়তে হবে, ফাঁকি দেওয়া যাবে না।

Talk Doctor Online in Bissoy App
Perman

Call

পড়াশোনা করা একটু কঠিন । কিন্তু করতে হয়  । 

আপনার উচিত procrastination সম্পূর্ণ ভাবে পরিহার করা । 
বাইরে সময় নষ্ট একদম বাদ দেন । 
টেবিল চেয়ার নিয়ে বসে যান । 
যেহেতু বিজ্ঞান সেহেতু আগে বুঝেন তারপর মুখস্ত করেন । মুখস্ত হয়ে গেলে তা লিখে ফেলেন । 
মনোযোগের সাথে পড়েন। 
আর সবচেয়ে বড় কথা পড়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করেন। 
Talk Doctor Online in Bissoy App