প্রশ্নের উত্তর দিয়ে অন্যকে সাহায্যে করে লাভ কি?

অবশ্যই সেটা আপনি মানুষের সমস্যা সমাধান করার স্বার্থে করবেন। ঠিক সেইরকম প্রশ্ন বন্ধ করলে, আগে দেওয়া একই রকমের প্রশ্ন এবং মানসম্মত উত্তর দেয়া থাকলে প্রশ্নটি বন্ধ করে দিন। উত্তর দেয়া আর প্রশ্ন বন্ধ করার মাঝে তফাৎ বলতে, প্রশ্ন বন্ধ করলে পয়েন্ট পাওয়া যায় না। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, মানুষকে সাহায্য করার। সেটা ঠিকই করা যায়। প্রশ্নকর্তাকে আগের করা প্রশ্নটির সন্ধান দিয়ে দিবেন। তাতে তার কাঙ্খিত প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবে।


প্রশ্ন বন্ধ করবেন কিভাবে ? :  যেই প্রশ্ন বন্ধ করতে চান তার লিঙ্ক কপি করুন, যেমন - https://www.bissoy.com/000000 অথবা শুধু প্রশ্নের নাম্বার '000000' এরকম লিখে 'বন্ধ কর' বক্সে পেস্ট করে ' প্রশ্ন বন্ধ কর ' অপশনে ক্লিক করুন। প্রশ্ন বন্ধ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ