আমি আমারNIDদিয়ে2/3 জনকে সিম কিনে দিয়েছি এখন কিভাবে বুঝব আমার আইডি দিয়ে কতটা ও কি কি সিম রেজিষ্ট্রেশন করা আছে? একটা কথা হঠাত করে কিছুদিন থেকে আমার airtel এয়ারটেল সিম টা Rejected দেখাচ্ছে কি করব ?কেউ সাহায্য করুন
Share with your friends

আপনি যদি এয়ারটেল গ্রাহক হোন তাহলে আপনি *121*4444# নম্বরে ডায়াল করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করুন (এখন থেকে ,একটি এনআইডি (NID) দিয়ে যেকোন অপারেটর এর সর্বমোট ১৫টি সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা যাবে ।এ ব্যাপারে সরকারি ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে) এক এন আইডিতে ১৫টির বেশি সিম থাকলে ২৮ ফেব্রুয়ারি ,২০১৮ এর পর বাড়তি সিম বন্ধ করা হবে। যেকোনো গ্রাহককে তার জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন সনদের বিপরীতে কতোটি সিম রয়েছে, তা জানারও সুযোগ করে দিয়েছে বিটিআরসি। দেখে নিন মোট কয়টি সিম আছে সব নাম্বার সহ ইউএসএসডি’র মাধ্যমে *১৬০০১# নম্বরে ডায়াল করে ফিরতি রিপ্লাইয়ে আইডি (জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন) নম্বরের শেষের ৪ ডিজিট লিখে পাঠাতে হবে। আর এসএমএসের মাধ্যমে আইডি নম্বরের শেষ ৪ ডিজিট লিখে ১৬০০১ নম্বরে এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকরা। গ্রামীনফোন টাইপ "info" সেন্ড করুন 4949 গ্রামীনফোন টাইপ "Reg 17 Digit NID Number" সেন্ড করুন 4949 বাংলালিংক ডায়াল *1600*2# এবং ডায়াল *1600*1# রবি ডায়াল *1600*3# এবং *1600*1# এয়ারটেল ডায়াল *121*4444# টেলিটক টাইপ "info" সেন্ড করুন 1600

Talk Doctor Online in Bissoy App

Call

আপনি জিপি সিমে দেখতে পারবেন,আপনার NID কার্ড এর শেষের 4 সাংখ্যা দ্বারা *1601# ডায়াল করুন

Talk Doctor Online in Bissoy App