আমি wordpress .org হতে socially viral theme download করছি। এটা আমি ব্লোগারে ইউজ করতে চাই। কিভাবে করব? ব্লগারে রান করাত্র গেলে  নিচের পিকের লেখা আসে ।  এখন কিভাবে এটা রান করাব? বিস্তারিত বলুন আমার ডাউনলোড ফাইল কিন্তু জিপ ফাইল। বা অন্য কোন উপায় অন্য কোথাও কি এটা রান করানো যাবে? image


Share with your friends
Waruf

Call

wordpress theme ব্লগারে সাপোর্ট নয়। কাজেই আপনি wordpress এর থিম ব্লগারে ব্যবহার করতে পারবেন না। wordpress থিম তৈরি হয় php, html, css and js দিয়া। যা zip ফাইল আকারে কম্প্রেস থাকে এবং wordpress সাইটে ইনস্টল হয়। অন্য দিকে ব্লগার php সাপোর্ট নয়। এখানে html ,css, js code গুলি বিশেষ নিয়মে লিখতে হবে যাকে xml বলে। এবং থিম ফাইল xml ফরম্যাটে থাকে। যদিও ব্লগারের html editor থেকে xml ফাইলের কোড গুলো পেস্ট করে ইনস্টল করা যায়। আবার xml ফাইল ও ইনস্টল করা যায়। xml মুলত পেজ ফ্রেম বা কাঠামো গঠন করে। এটি নিজেই একটি পেজ। অন্য দিকে wordpress এমন নয়। wordpress থিম সার্ভার কর্তক এক্সিকিউট হয়। আপনি ব্লগারের জন্য ব্লগার টেমপ্লেট ডাউনলোড করুন। যার মূল ফাইল xml. তাহলে ইনস্টল করতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App