শেয়ার করুন বন্ধুর সাথে

মুসলমান সন্তানেরা মা বাবার জন্য কিভাবে দোয়া করবে, সেটি আল্লাহ পাক রাব্বুল আলামীন পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। দোয়াটি হচ্ছে_ "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছগীরা"। আপনি প্রতি ওয়াক্ত নামায পড়ার শেষে ও আপনার বাবার কবর যিয়ারত করে আপনার বাবার জন্য দোয়া করতে পারেন। সন্তানের জন্য মা বাবার দোয়া ও মা বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহ তা'আলা কবুল করেন। তাই আপনি নিজেই আপনার মা ও বাবার জন্য বেশি বেশি দোয়া করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পিতা-মাতার জন্য দোয়া করা সন্তানের জন্য আবশ্যক। আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে বলেই দিয়েছেন যে, "আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বল, (রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি ছগিরা) অর্থাৎ, 'হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন'।" (সুরা বানী-ইসরাঈল, আয়াত নং ২৪)। এ আয়াত সম্পর্কে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, পাখী যখন তার বাচ্চাদেরকে নিজ করুণার ছায়ায় রাখতে চায়, তখন তাদের জন্য নিজের ডানাকে নত করে দেয়। অর্থাৎ, তুমিও পিতা-মাতার সাথে ঐরূপ উত্তম এবং করুণাসিক্ত আচরণ কর। আর তাঁদের ঐরূপ সেবাযত্ন কর, যেরূপ তাঁরা তোমার সেবাযত্ন করেছিলেন, যখন তুমি শিশু ছিলে। অথবা এর অর্থ হল, পাখী যখন উড়ার এবং ঊর্ধ্বে যাওয়ার ইচ্ছা করে, তখন তার ডানা দু'টিকে প্রসারিত করে দেয়। আর যখন নীচে অবতরণ করার ইচ্ছা করে, তখন ডানা দু'টি গুটিয়ে নেয়। এই দিক দিয়ে বাজু বিছিয়ে দেওয়ার অর্থ হবে, পিতা-মাতার সামনে নম্র ও বিনয়ী হয়ে যাও। আর পিতা-মাতা মৃত থাকলে একমাত্র এটিই উত্তম দোয়া৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ