প্রথমে আপনি আপনার আঘাত পাওয়া স্হানে বরফ লাগান।তাতেও যদি আপনার ব্যাথা না কমে তাহলে দ্রুত কোন চিকিৎসকের সরণাপন্ন হোন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিস্ময়ের নীতিতে যেহেতু সরাসরি ঔষাধের নাম লিখতে সতর্ক করা হয়েছে,তাই আমি নাম বলতে চাচ্ছিনা।তারপরও বলি,Flexi,ফেলেকজি"এই ঔষধটি খুবই কার্যকরি,আমিও খেয়েছি।তারপরও ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।এটি খাবার পূর্বে গ্যাস্টিকের ঔষধ খেয়ে তার পর কিছু(নাস্তা,ভাত) খেয়ে নিন,তারপর এটি খাবেন।এটিতে ব্যাথা কমে ভালোই।প্রতিদিন খাবার পর ২বার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।ডাইক্লোফেনাক সোডিয়াম অথবা কিটোরোলাক জাতীয় ওষুধ খেয়ে দেখবেন তবে অবশ্যই গ্যাসের ঔষধ খেয়ে আর ব্যথার জায়গায় ভোলিনাক নামক জেল লাগাবেন ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ