সামনের বছর SSc দিব গনিত ও ইংরেজির জন্য সাজেশন কিভাবে করব/ কোথায় পাব?
Share with your friends
Call

সাজেশনের চিন্তা বাদ দিয়ে আঁদা জল খেয়ে নেমে পড়ুন।

আজকাল সাজেশনের আশা করাটা বোকামি। মনে করেন আপনি একটি সাজেশন অনুযায়ী পড়ে একদম কমন পেলেন আবার হতে পারে একেবারে কমন নেই।
তাই এখন থেকে গণিত ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সালের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেন। সেই নিয়মের বাহিরে আপনাকে একটাও সৃজনশীল দেবে না। আর MCQ এর জন্য অনুশীলনীর অংকগুলো এখন দেখবেন।

আর ইংরেজীর ক্ষেত্রে  Grammar ভালোভাবে জানতে হবে। এখন যেহেতু খুবই কম সময় আছে তাই এখন থেকে বোর্ডে আসা প্রশ্নগুলা নিয়ম অনুযায়ী বুঝে বুঝে পড়ে যাবেন। আসলে ইংরেজিতে ওয়ার্ডমিনিং বেশি বেশি জানতে হয় এতে করে আপনার Writing Part অনেক ভালো হবে। আমি নিজেও SSC দিব। তাই বলছি সাজেশন না খুজে নিজে নিজে সাজেশন তৈরী করে পড়তে থাকুন। 
Talk Doctor Online in Bissoy App
Call

আমিও ssc পরীক্ষার্থী।গণিত ও ইংরেজিতে অনেকেরই আতঙ্ক রয়েছে।আপনি Test papers থেকে suggestion পেতে পারেন।Test paper এ পূর্ববর্তী Board question ও নির্বাচনি পরিক্ষার প্রশ্নগুলো analyse করতে পারেন।ইংরেজিতে প্রত্যেক tpoic অনুসারে practise করতে পারেন।changing sentence,completing sentence,suffix-prefix,connectors,narration ইত্যাদি।

Talk Doctor Online in Bissoy App