রেজাল্টের বিষয়টা তথ্যসূত্র সহ দিতে পারলে ভালো হতো।
Share with your friends

এবারের জেএসসি/জেডিসি পরিক্ষার রেজাল্ট ২৪ ডিসেম্বর প্রকাশিত হবে,আর রেজাল্ট এই লিংক থেকে জানতে পারবেন।


এসএমএসে জেএসসি পরীক্ষার ফলাফল দেখতে চাইলে প্রথমে ফোনের মেসেজ অপশনে টাইপ করতে হবে JSC এরপর একটি স্পেস দিয়ে নিজের বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করে স্পেস দিয়ে রোল নম্বর দিয়ে আবার স্পেস দিয়ে পরীক্ষার সাল 2018 টাইপ করে 16222 নম্বরে সেন্ড করতে হবে।


যেমনঃ JSC SYL 012345 2018 

এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএসের মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে। তবে সার্ভারের ত্রুটির কারণে অনেক সময় রেজাল্ট আসতে অনেক দেরি করে। এজন্য ঘাবড়ানো যাবেনা।


জেডিসি রেজাল্ট মোবাইল ফোনে দেখার জন্যও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। তবে শুধু JSC এর জায়গায় JDC লিখতে হবে এবং বোর্ডের জায়গায় মাদ্রাসা বোর্ডের সংক্ষিপ্ত রূপ MAD লিখতে হবে। বাকি সবকিছু জেএসসি এর মতই হবে।

Talk Doctor Online in Bissoy App
Liman Ahmed

Call

Jsc/jdc পরিক্ষার রেজাল্ট ২৪ শে ডিসেম্বর প্রকাশিত হবে। টেলিটক সিমের মাধ্যমে আপনি সবার আগে খুব সহজে জানতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App