Arabian Nights / One Thousand One Nights ( আরব্য রজনী ) কোন এক লেখকের লেখা বই না।আরব্য রজনী হচ্ছে ইসলামের স্বর্ণযুগের সময়কার মধ্যপ্রাচ্য ও দক্ষীন এশিয় গল্প ও লোককথার কিছু সংকলন। পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকা হতে লেখক, গবেষক এবং অনুবাদকগণ বহুবছর ধরে আরব্য রজনীর গল্পগুলো সংগ্রহ করছেন.....(উইকিপিডিয়া)।আসলে আরব্য রজনী কোন এক লেখকের বই নয়।এটি হচ্ছে কিছু লোককথা ও গল্পের সংকলন।এর একেকটা সংকলনে একেক গল্প রয়েছে।যেমনঃপ্রথম বা প্রথম দিককার সংস্করণে পৃথিবী বিখ্যাত আলাদিনের গল্প ছিলই না।আলিবাবা ও চল্লিশ চোরও ছিল না।এগুলো পড়ে সংযোগ করা হয়।এটার আসল বই বলতে কিছুই নেই।অতএব কোনটি নিবেন সেটা আপনার উপর নির্ভর করে।
Talk Doctor Online in Bissoy App