শেয়ার করুন বন্ধুর সাথে

snap tube নামের একটি অ্যাপ আছে যার মাধ্যমে আপনি ভিডিও নামাতে পারেন .. তবে অ্যাপটি প্লে স্টোরে নেই।  ইন্টারনেট  ব্রাউজার থেকে  ডাউনলোড করতে হবে  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Bakebillah

Call

এখান থেকে ডাউনলোড দিলেত মেমোরিতে যায় না | তাই আপনি বরং বিডমিট দিয়ে ডাউনলোড দিন |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্লেস্টোরে কিছু এপস পাওয়া যায়, যা দিয়ে ভিডিও নামাতে পারবেন।(vidmate,tubemate)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি www.yotube.comএর জায়গায় www.ssyoutube.com লিখে ডাউনলোড করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

মোবাইল দিয়া নাকি কম্পিউটার দিয়া তা উল্লেখ করেননি। মোবাইল হলে ডিবি ভাইয়ের উত্তর দেখুন। আর কম্পিউটার হলে নিচের নিয়ম অনুসরন করুন। প্রথমে ইউটিউবে যান, যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটি প্লে করুন। pause করে রাখলেও হবে। তারপর এড্রেস বারে ক্লিক করলে ঐ ভিডিওটির লিঙ্ক দেখতে পাবে। এখন লিঙ্কের youtub..... এ  y এর আগের http://www. অংশ কেটে দিন এবং y এর আগে ss বসিয়ে দিন। উদাহরন ssyoutube.com/watch?v=Nubc09jTW-M  এরপর এন্টার চাপুন। কিছুক্ষন পর একটি পেজ আসবে সেখানে ডাউনলোড অপশন পাবেন। ব্যাস ক্লিক করে ডাউনলোড করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি দুইভাবে নামাতে পারবেন। প্রথমত আপনি যদি YouTube এপ ছাড়া অন্য কোন ব্রাউজার দিয়ে চালান তাহলে যে ভিডিও নামাতে চান সেটার লিংকে হিয়ে youtube লেখার আগে ss দিয়ে দিবেন ডাউনলোড অপশেন চলে আসবে। দ্বিতীয়ত আপনি এপ দ্বারা চালালে আপনি Vidmate ইস্টল করে রাখতে পারেন। তারপর যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিওতে Like-dislike এর পর Shere বাটন দেখতে পাবেন সেটাটে ক্লিক করে Vidmate অপশেনটা সিলেক্ট করুন ডাউনলোড অপশেন চলে আসবে। এভাবে ডাউনলোড করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি vidmate, tubemate ছাড়াও অপেরা মিনি দিয়ে ইউটুবে প্রবেশ করেন। তারপর যেকোন ভিডিওতে ক্লিক করার পর উপরে যে লিংক থাকে সেখানের প্রথমে ক্লিক করে দেখবেন http:// এর পর m. আছে, আপনি m. কেটে তদস্থলে ss লিখে go/enter এ ক্লিক করুন। তারপর ইচ্ছামত কোয়ালিটিতে ডাউনলোড করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ