আমাদের স্যার বলেন, রসায়নঃ ৫ম, ৬ষ্ঠ, ৭ম পদার্থঃ ৩য়, ৫ম, নবম অধ্যায় থেকে প্রতিবার প্রশ্ন আসে। তাই আপনি এই সব অধ্যায়গুলো ভালো ভাবে পড়বেন। সহজে পাশ করার জন্য রসায়ন ও পদার্থের ১ম, ২য়, ৩য় , দ্বাদশ (শুধু রসায়নের) এবং চতুর্দশ (শুধু পদার্থের) পড়ুন। এই অধ্যায়গুলো খুবই সহজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ