আমার ফোনে কিছু অ্যাপ অটোমেটিক ইন্সটল হয়ে আছে দেখলাম এরপর আনইনস্টল করে দিলাম।  সিকিউরিটি অপশন চেক করে দেখলাম unknown source অপশনটি বন্ধ আছে।  এরপর দেখি কিছুদিন পরে পুনরায় আবার কিছু অ্যাপ ইন্সটল হয়ে গেছে অটোমেটিক। তারপর আমি ফোনটিকে factory reset দিলাম । এর পরও দেখি আবার পুনরায় অন্য একটি অ্যাপ অটোমেটিক ইন্সটল হচ্ছে যদিও আননোন সোর্স অপশনটি বন্ধ করাই আছে।  ক্রোম/অপেরা মিনি ব্রাউজারে ঢুকলেইই অটোমেটিক এই লিংকে রিডাইরেক্ট হচ্ছে   snow.cfdlstart.com/forward/url ফোন রিসেট দেওয়ার পরও একইরকম হচ্ছে । আমি এখন কি করতে পারি বা কি করলে আমার সমস্যা সমাধান হতে পারে? মোবাইল : WE T1


Share with your friends

ভাই এটা আপনার ফোনের সমস্যা ।। আপনার ফোন এর সিকিউরিটি এবং আপডেট নষ্ট হয়ে গেছে। এই জন্য সব থেকে ভালো হয় এই ফোন দিয়ে নেট না চালানো। ।। ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App

সব থেকে ভাল হবে আপনি ফোনটি রিসেট দিয়ে দিন, আশা করি সব ঠিক হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App