আমি নতুন তাই জানিনা কিভাবে উইন্ডোজ চলে গেলে সেট আপ দিব,তথ্য বেক আপ করব,বারবার কেন রিফ্রেশ করা হয় ও কিভাবে করব।
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমে আপনার ডাটা ব্যাকআপ করতে হবে। সি ড্রাইভে যা আছে এবং ডেস্কটপে যা আছে সেগুলি ছাড়া কোনো কিছু মুছবে না, তাই ডেস্কটপে কিছু থাকলে টা অন্য জায়গায় যেমন কোনো পেনড্রাইভ বা মেমোরিকার্ডে কপি করে রাখুন আগেই।


তার পরে একটি উইন্ডোজ সিডি কিনুন। যেই ভার্সন ছালাবেন সেই ভার্সনের সিডি কিনুন। পরামর্শ করবো উইন্ডোজ ৭/৮ অথবা ১০ ব্যাবহার করতে। এই কয়টি ছাড়া বাকি গুলি ব্যাকডেটেড। সিডি ইন্সটল করার প্রক্রিয়াটি খুব একটা জটিল না, তবুও যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় তাই আমি লিংক দিলাম ৩টি। এই লিংকগুলোতে বাংলায় টিউটোরিয়াল দেয়া আছে। 

উইন্ডোজ ৭ঃ https://www.youtube.com/watch?v=mYmwRPGyfC8
উইন্ডোজ ৮ঃ https://www.youtube.com/watch?v=JE3dryaXgAE
উইন্ডোজ ১০ঃ https://www.youtube.com/watch?v=I_iPcCsrmaQ

আশা করি ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন। ^_^ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ