Call

আসসালামু আলাইকুম । 


আপনি নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। 

Rufus download


[rufus screenshot]


১/ এখন আপনি আপনার পিসিতে এটি ইন্সটল করে নিন। 

২/ এর পর আপনি আপনার পেন্ড্রাইভটি পিসিতে লাগান। 

৩/ এখন, সফটওয়্যারটি ওপেন করুন, তারপর আপনি আপনার ISO file টি select করুন। 

৪। start ক্লিক করে দিন। 

৫/ ফাইলটি কপি করা হলে, আপনি পিসিতে লাগিয়ে উইন্ডোজ দিন। 


Windows দিতে হলে, কিছু নিয়ম ।

আপনার পিসির মাদারবোর্ড অনুযায়ী বুট মেনু select করে নিন। 

(যেমন , F2,F12,etc)

এর পর আপনি আপনার পেন্ড্রাইভ দেখা যাবে, আপনি আপনার পেনড্রাইভ সিলেক্ট করে দিন, তাহলেই হবে। 

এর পর পরবর্তী নির্দেশনা আপনি করতে পারবেন আশা করি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ