Call

কমপক্ষ্যে টেলিকম সিমে ২০০/- টাকা থাকতে হবে। কেননা, রেজিঃ ফিঃ ১৮৫ + চার্জ ১৪.৮০ = ১৯৯.৮০ টাকা লাগে।  ★★যেভাবে পাঠাবেন প্রথমে Message অপশন-এ গিয়ে লিখতে হবে- CAD BOARD ROLL YEAR SECURITY CODE  লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে। যেমন CAD JES 123456 2017 123456

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে ১৮৫/- টাকা ফি’সহ মোট ১৯৯.৮০ টাকা চার্জ কাটা হবে। যার জন্য সিমে আপনাকে কমপক্ষে ২০০/- টাকা ব্যালেন্স রাখতে হবে। সিমে কমপক্ষে ২০০/- টাকা রাখার পর মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন CAD স্পেস Board স্পেস Roll স্পেস Year লিখে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে। (উদাহরণ : CAD DHA 103431 2018) অর্থাৎ বোর্ডের জায়গায় আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন, সেই বোর্ডের প্রথম তিন অক্ষর। রোল এর জায়গায় আপনার এসএসসি রোল নাম্বার এবং ইয়ার/বছরের জায়গায় আপনি যে সালে এসএসসি দিয়েছেন মানে এসএসসি পাশ করেছেন। উপরোল্লিখত সিস্টেমে যদি সফলভাবে ম্যাসেজটি পাঠাতে পারেন তাহলে ফিরতি একটা ম্যাসেজ আসবে। যাতে লেখা থাকবে আপনার অর্থাৎ আবেদনকারীর নাম, শিক্ষা বোর্ড, পাশের সন এবং রোল নাম্বারসহ রেজিস্ট্রেশন নাম্বার ও ফি বাবদ কেটে নেওয়া ১৯৯.৮০ টাকার কথা সাথে পিন নাম্বার। এখন ফি প্রদান করতে আবারো আপনার ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন CAD স্পেস Yes স্পেস Pin স্পেস Contact Number তারপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে। মনে রাখবেন প্রথমে আবেদনের সময় যেই কন্টাক্ট নাম্বারটি ব্যবহার করেছেন সেটি দিবেন। উপরোল্লিখিত সিস্টেমে যদি সঠিকভাবে ফি জমা দিতে পারেন, তাহলে আপনার কন্টাক্ট নাম্বার Transaction ID সহ একটি ম্যাসেজ যাবে। (উদাহরণ : CAD YES 123456 01858**2898)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ