লেপটপ এর কিবোর্ড দিয়া গেম খেলে কিভাবে? কোন বাটন এর কি কাজ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কি ধরনের Game খেলছেন সেটার ওপর নির্ভর করছে। সব Games এর Control এক না। তাছাড়া আপনি চাইলে ইচ্ছেমত Keyboard এর Key ঠিক করে নিতে পারবেন।  বেশিরভাগ Games গুলোতেই Settings এ গিয়ে Control > Keyboard Control এ গিয়ে আপনি দেখে নিতে পারবেন কোন Key কোন কাজটি করবে।  তবে সাধারণত Movement এর ক্ষেত্রে সামনে যেতে W, পেছনে আসতে S, বামে যেতে A আর ডানে যেতে D ব্যাবহার করা হয়। আপনি চাইলে এগুলো Arrow Keys দিয়ে করতে পারেন।  আবার Flight Simulation এর গেইমস গুলোতে F1 থেকে F12 এগুলোর কাজ থাকতে পারে। Fire করার ক্ষেত্রে Left Mouse Button অথবা Ctrl কী টি বেশি ব্যবহৃত হয়ে থাকে। Racing না গেইম গুলোর ক্ষেত্রে C অথবা V দিয়ে Screen এর View পরিবর্তন করা হয়ে থাকে।  যেসব গেইম এ Map এর কাজ থাকে সেগুলোতে সাধারণত M চাপলে Map চলে আসে। তবে আন্দাজে কিছু না করে আপনি আপনার গেইমটি চালু করে Keyboard Control এ গিয়ে দেখে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ