শেয়ার করুন বন্ধুর সাথে

রাসায়নিক সংকেত হতে কোন মৌল ধরন বোঝা যায়।যেমন কোন যৌগে যদি দুই বা ততোধিক মৌল একত্রে গঠিত হয়।এদের মধ্যে যতটি ইলেকট্রন আদান প্রদান হয়েছে বা শেয়ার হয়েছে ঐ ইলেকট্রনগুলোই মৌলের যোজ্যতা। যোজ্যতা  যদি +১ হয় তবে ক্ষার ধাতু, আবার ২+ হলে মৃতক্ষার ধাতু এভাবে রাসায়নিক সংকেত দেখে কোন যৌগের ধরন নির্ধারণ করা হয়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ