Call

আপনি এই কাজ গুলো করে দেখতে পারেন

  • ভালো মানের স্বাস্থ্য সম্মত ইফতার করে রাতের খাবার না খেয়ে একবারে সেহেরি খাওয়া। এতে করে অনেকটা সাহায্য পাওয়া যাবে আমি নিজেও এটা করি ।
  • আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন । 20 রাকাত তারাবীর নামায বা পারলে খতম তারাবী পড়ুন । 
  • ইফতারে ভাজা তেল জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন । 
  • ফলমূল বেশি করে খান ইফতারে । 
  • সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার খান ইফতারে। ভাজা পোড়া,অধিকতেল,চর্বি জাতীয় খাবার পরিত্যগ করুন।
একটি বিশেষ কথা সারাদিন রোযা রাখায় শরীর পানি শুণ্য হয়ে যায় তাই পরিমাণ মতো পানি পান করুন । আর শরীরের একটি নির্দিষ্ট পরিমাণের খাদ্যের চাহিদা রয়েছে। ওজন কমানোর আশায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েন না তাহলে জ্ঞান হারিয়ে পড়ে যাবেন রোযা থাকা অবস্থায় এবং নানা ধরণের সমস্যা দেখা দিতে পারে । ধন্যবাদ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ