Call

ব্যাংকের চাকরির ক্ষেত্রে lobbying এর মাধ্যমে special recruitment এর ঘটনা অনেক আছে। এবং এটা সব সময়ই হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের উপরের লেভেলের কোন লোক থাকলে আপনি তার রেফারেন্সে চাকরী পেতে পারেন। 

এছাড়াও অনেক প্রাইভেট ব্যাংকের ডিরেক্টর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান চাকরী দেবার ক্ষমতা রাখেন। এটা করা যে বেআইনি সেটা বলব না। এটা করতে হয়। হয়ে যায়। 
আর এসবের বাইরে নামীদামি রাজনৈতিক ব্যক্তিত্ব, উপরের লেভেলের সরকারি কর্মকর্তার রিকোয়েস্টে আপনি চাকরী পেতে পারেন। 
আর যদি আপনি নিজে নিজে কোন চ্যানেল বের করতে চান তাহলে আমার পরামর্শ হল ব্যাংকের ডিরেক্টর অথবা সমপর্যায়ের কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ। 

(এটা শুধুই এই প্রশ্নের উত্তর। এর সাথে আমার ব্যক্তিগত কোন সম্পর্ক নেই)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ