Share with your friends
Naimsdq

Call

গ্রুপে বা পেজে উপরের অংশে একটি Text Box আছে,  ওখানে আপনার পোষ্ট টাইপ করে পোষ্ট এ ক্লিক করলে আপনি পেজ অথবা গ্রুপে পোষ্ট করতে পারবেন।   কিন্তু আপনাকে ঐ গ্রুপের সদস্য হতে হবে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App
Call

প্রিয় রাসিকুল ভাই, আপনি Google Chrome দিয়ে web.facebook.com এ ঢুকেন। এরপর আপনার পেজে যান। তারপর পেজের সেটিংস (ডানদিকে) এ যান Link group নামে কিছু একটা দেখতে পাবেন। ওখানে নিজের গ্রুপ এড করুন। বাকিটা আশা করি নিজেই বুঝবেন। আশা করি পারবেন, সাকসেস হলে আমাকে জানাতে ভুলবেন না...

Talk Doctor Online in Bissoy App
Sam

Call

আপনি যে গ্রুপে পোষ্ট করতে চান প্রথমে সেখানকার সদস্য হতে হবে আপনাকে তারপর সেই গ্রুপে গিয়ে পোষ্ট অপশানে ক্লিক করে আপনার পোষ্ট তৈরি করতে হবে এবং তারপর পোষ্ট অপশানে ক্লিক করলে আপনি যা পোষ্ট করতে চেয়েছেন তা পোষ্ট হয়ে যাবে। এ পদ্ধতি ছাড়া আপনি আপনার ফেসবুক পেজ বা একাউন্ট থেকে সরাসরি পোষ্ট করার সময় তা গ্রুপে পোষ্ট করতে পারবেন না কারণ তার privency বা গোপনীয়তাতে গ্রুপ অপশান নেই তাই আপনাকে উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে গ্রুপে পোষ্ট করতে গেলে ।

Talk Doctor Online in Bissoy App