• ওয়েবসাইট কি



শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়েবসাইট দুই ররমের পেইড ও ফ্রী। 

পেইড ওয়েবসাইটের জন্য (যা সাধারনত ব্যাবসায়িক কাজে ব্যাবহার করা হয়) আপনাকে ডোমেইন ও হোস্টিং কিনে (বিভিন্ন হোষ্টিং ও ডোমেইন সাইট আছে সেখান থেকে কিনতে হবে) ওয়েবডেভলপারের সাহায্যে বানাতে হবে। আবার আপনি কোন কোম্পানিকে অর্ডার দিয়ে ( যারা আপনার অর্ডার মোতাবেক ওয়েবসাইট তৈরি করে দিবে) বানাতে পারেন।

আর ফ্রী ওয়েবসাইটের জন্য আপনি ওয়ার্ডপ্রেস, ব্লগার ইত্যাদি ব্যাবহার করতে পারেন। 


আরো বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ করুন। 

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
EmraNAriF

Call

http://Wordpress.com এ গিয়ে একটি ফ্রী নিজের নামে ওয়েব সাইট খুলেতে পারেন। এতে আপনাকে কোন কোডিং জানতে হবে না। এটা একটা CMS সাইট। অনলাইনে আপনাকে ফ্রী ব্লগ সাইট খুলতে হলে প্রথমেই আপনার E-mail account লাগবে। সেটা হতে পারে google , yahoo , outlook কিংবা যেকোন E-mail account. E-mail account এর পর আপনি সরাসরি চলে যান wordpress.com সাইটে। এখানে দেখবেন লাল রঙের বাটনে Get Started লেখা রয়েছে, ক্লিক করুন। ২) এবার আপনার sign up পেইজ আসবে। এই পেইজে আপনার E-mail এড্রেস দিন, আপনার Username ঠিক করুন যেটা দিয়ে আপনি লগ-ইন করবেন, Password দিন, Blog address এ আপনার নাম দিন যেটা আপনার ব্লগের URL হবে। উল্লেখ্য আপনার ব্লগ Address এর সাথে .wordpress.com কথাটা থাকবে কারণ WordPress আপনাকে ফ্রী সাইট খুলতে দিচ্ছে। আপনি চাইলে আপনার নিজের পছন্দসই ডোমেইন ব্যবহার করতে পারবেন, তবে সেজন্যে আপনাকে অর্থ খরচ করতে হবে। এই সমস্ত ধাপ পূরণ করে আপনি Create Blog বাটনে ক্লিক করুন। কাজ শেষ আথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। 01779440297.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ