কেউ কি একটু বলবেন কিভাবে payoneer আমার ঠিকানা দিব ...আমার ঠিকানা হল এই... গ্রাম : কলাপাটুয়া পোষ্ট অফিস : কলাপাটুয়া ডাকঘর :ভাওয়াল জামালপুর zip code:1723 থানা: কালিগন্জ জেলা :গাজিপুর এবং এই কাড কি আামি ডাকঘরে পাব নাকি পোষ্ট অফিসে পাব....
Share with your friends
Call

এড্রেস লাইন দুটি থাকে এবং 30 অক্ষরের বেশি গ্রহনীয় নয় প্রতিটিতে। তাই আপনি দুটি লাইনই ব্যবহার করতে পারেন একটিতে না হলে। আর শুধু গ্রাম দিয়ে কি আপনাকে চিনবে? কার্ড ডেলিভারীর জন্য সহজ কোন ঠিকানা দিতে পারেন। যদি আপনি যে ঠিকানা দিছেন এই ঠিকানায় আপনার পিওন মাল ডেলিভারী দিয়ে থাকে তবে কোন সমস্যা নাই।

ইংরেজী বানানগুলো আপনি ঠিক করে নিবেন।

Vill. Kolapatua, p.o. Vawal Jamalpur, 

P.s. Kaliganj 

(ডাকঘর আর পোষ্ট অফিস দুটি একই কথা।)

উপরের ইংরেজী লাইন দুটি এড্রেসের দুটি ঘরে লিখে দিবেন। সিটির জায়গায় জামালপুর লিখবেন। 

Zip কোডের স্থানে লিখবেন 1723

কার্ড সাধারনত পিওনই আপনার ঠিকানায় পৌঁছে দেয়। আপনার ঠিকানা যদি পরিপূর্ন থাকে। 

Talk Doctor Online in Bissoy App